১৫ হাজার টাকায় সেরা গেমিং ফোন ২০২৪

বর্তমান সময় গেম খেলে না এমন ব্যক্তির সংখ্যা খুবই কম। ছোট থেকে শুরু করে বড় সবাই মোবাইল গেম খেলে। তাহলে চলুন গেম খেলার জন্য ১৫ হাজার টাকায় সেরা গেমিং ফোন ২০২৪ দেখে নেওয়া যাক। এই ফোন গুলো অনলাইন গেমিং এর জন্য রয়েছে দারুন পার্ফামেস। আজকের এই প্রতিবেদনে দুর্দান্ত সকল গেমিং মোবাইলের ফিচারগুলো জানানোর চেষ্টা করবো যে ফোন গুলোর মাধ্যমে আপনারা ভালো গেম খেলতে পারবেন।

কম দামে ভালো গেমিং ফোন ২০২৪

আপনি কী ভাবছেন এই বাজেটে গেমিং মোবাইল পাওয়া সম্ভব? হ্যাঁ ১৫ হাজার টাকায় সেরা গেমিং ফোন পাওয়া সম্ভব। এগুলোতে শুধু গেমিং পারফরম্যান্স ভালো পাবেন তেমন না এতে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা, দারুন সব ফিচার পাবেন।

ইনফিনিক্স গেমিং ফোন

Infinix Hot 30


বাজেটের মধ্যে অর্থাৎ ১৫ হাজার টাকার মধ্যে এই মোবাইলটি আপনার জন্য বেস্ট হতে পারে। শুধু গেমিং নয় আরও অনেক দারুন ফিচার রয়েছে Infinix Hot 30 ফোনটিতে। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধা থাকায় খুম কম সময়ে ফোন চার্জ করা যাবে। ৫০০০ মিলিএম্প ব্যাটারি থাকার ফলে আপনি দীর্ঘসময় গেম খেলতে পারবেন। এছাড়া ৯০ হার্টজের হাই রিফ্রেশ রেট ও ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা রয়েছে এই ফোনটিতে।

ইনফিনিক্স গেমিং ফোন

ইনফিনিক্স হট ৩০ এর স্পেসিফিকেশন-
ক্যামেরা: 50+0.08 মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
র‍্যামঃ ৪/৮ জিবি
ডিসপ্লের সাইজ: ৬.৭৮ ইঞ্চি
ব্যাটারি: 5000 mAh
অপারেটিং সিস্টেম: Android 13 (XOS 12.6)
নেটওয়ার্ক: ডুয়েল সিম (2G, 3G, 4G)
ফোনটির রেম ও রোম এবং মূল্য তালিকা—

  • 4/128 GB এর দাম 13,999
  • 8/128 GB এর দাম 15,999

Infinix Hot 40i এর স্পেসিফিকেশন-
ক্যামেরা: 50 মেগাপিক্সেল + AI CAM এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
র‍্যামঃ 8GB/4GB
রোম: 256GB/128GB
ডিসপ্লের সাইজ: ৬.৭৮ ইঞ্চি
ব্যাটারি: 5000 mAh
চার্জিং: 18W ফাস্টচার্জ
অপারেটিং সিস্টেম: Android 13
নেটওয়ার্ক: ডুয়েল সিম (2G, 3G, 4G)
ইনফিনিক্স হট ৪০ই ফোনের দাম: ১৩,৯৯৯ টাকা

আরও পড়ুন: সেরা ৫টি মোবাইল ফোন ২০০০০ টাকার মধ্যে

ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার নিয়ম ২০২৪

Redmi 13C মোবাইল
গেমিং ফোন হিসেবে এটি হতে পারে আপনার প্রথম পছন্দ। যাদের বাজেট ১৫ থেকে ১৮ হাজার টাকা তাদের জন্য সেরা গেমিং ফোন হতে পারে এই ফোনটি। তিনটি আলাদা র‍্যাম ও রোমের ফোন বাজারে পাওয়া যাচ্ছে তাই এর দামের কিছুটা তারতম্য রয়েছে। ফোনটিতে আছে শক্তিশালী প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, ৫০০০ মিলিএম্প ব্যাটারি দীর্ঘ সময় ব্রেকআপ সুবিধা। এছাড়াও থাকছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।

রেডমি ১৩সি এর স্পেসিফিকেশন-

ডিসপ্লেঃ ১৭.১১ সেমি বা ৬.৭৪ ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি 85 প্রসেসর
রিফ্রেশ রেট: 90Hz পর্যন্ত
র‍্যামঃ ৪/৬/৮ জিবি
স্টোরেজঃ ১২৮/২৫৬ জিবি
ব্যাক ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
চার্জ: 18W PD ফাস্ট চার্জিং
রেডমি ১৩সি এর দাম:

  • 4+128GB ফোনের দাম 14,499
  • 6+128GB ফোনের দাম 15,999
  • 8+256GB ফোনের দাম 17,999

টেকনো স্পার্ক ১০ প্রো

১৫ হাজার টাকার মধ্যে আপনি পাবেন টেকনো স্পার্ক ১০ প্রো ফোনটি রয়েছে 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ফ্ল্যাশ ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফোনটিতে। এফোনে ব্যবহত হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর এই প্রসেসর দুর্দান্ত গেম খেলতে পারবেন।আরও রয়েছে 5000 mah ব্যাটারি এবং 18W টাইপ-সি সুপার ফাস্টচার্জিং সুবিধা।

স্পার্ক ১০ প্রো এর স্পেসিফিকেশন-

ডিসপ্লেঃ ৬.৭৮ ইঞ্চি
র‍্যামঃ ৪ জিবি
রোম: ১২৮ জিবি
ব্যাক ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ফ্ল্যাশ ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেলের।
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি ৮৮ প্রসেসর
রিফ্রেশ রেট: 90Hz পর্যন্ত
ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
চার্জ: 18W ফাস্ট চার্জিং
স্পার্ক ১০ প্রো এর দাম: ১৩,৯৯৯ টাকা

রিয়েলমি গেমিং মোবাইল

গেমার দের কথা মাথায় রেখেই রিয়েলমি বাজারে অনেক গুলো ফোন নিয়ে এসেছে। এবং এই ফোন গুলো আপনি ১৫ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন। রিয়েলমি ও রিয়েলমি নারজো সিরিজের কয়েকটি ফোন আপনাদের মাঝে তুলে ধরবো। গেমিং এ দুর্দান্ত পার্ফমেস ছাড়াও ক্যামেরা ও দীর্ঘসময় ব্যাটারি ব্রেকআপ এবং ফাস্ট চার্জিং সুবিধা পাবেন।

সেরা গেমিং ফোন

Realme Narzo 50i এর স্পেসিফিকেশন-

ডিসপ্লেঃ ৬.৫০ ইঞ্চি
র‍্যামঃ ৪ জিবি
রোম: ৬৪ জিবি
ব্যাক ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেলের।
ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
চার্জ: 10W ফাস্ট চার্জিং
Realme Narzo 50i এর দাম: ১২,৪৯০ টাকা

রিয়েলমি নারজো 20 এর স্পেসিফিকেশন-

ডিসপ্লেঃ ৬.৫০ ইঞ্চি
র‍্যামঃ ৪ জিবি
রোম: ৬৪ জিবি
ব্যাক ক্যামেরাঃ 48+8+2 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেলের।
ব্যাটারিঃ ৬০০০ মিলিএম্প
চার্জ: 18W Type-C ফাস্ট চার্জিং
রিয়েলমি নারজো 20 এর দাম: ১৩,৯৯০ টাকা

রিয়েলমি সি ৫৩ মোবাইল

রিয়েলমি সি ৫৩ ফোনটি ২০২৩ সালের মাঝামাঝি বাংলাদেশের বাজারে রিলিজ হয়। যার ডিসপ্লে ৬.৭৪ ইঞ্চি। শক্তিশালী প্রসেসর অক্টা-কোর চিপসেট এই ফোনে ব্যবহৃত হয়েছে। ফলে গেমিং এর জন্য এটা আপনার কাছে সেরা ফোন হবে। এ ফোনে রয়েছে ৩৩ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সুবিধা। ফলে ৩০ থেকে ৩৫ মিনিট এর মধ্যে চার্জ সম্পূণ হবে। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলে মেইন ক্যামেরা, ১৮০হার্জ রিফ্রেশ রেট তাই ফোনটিতে গেম খেলতে কোনো অসুবিধা হবে না।

রিয়েলমি সি ৫৩ এর স্পেসিফিকেশন-

ডিসপ্লেঃ ৬.৭৪ ইঞ্চি
র‍্যামঃ ৬ জিবি
রোম: ১২৮ জিবি
ব্যাক ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
অপারেটিং সিস্টেম: Android 13
ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
চার্জ: ৩৩ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং
রিয়েলমি সি ৫৩ এর দাম: ১৫,৯৯৯ টাকা

Share Post

Leave a Comment