বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান টিকেট দাম কত ২০২৪

বাংলাদেশ থেকে সৌদি আরবে অনেক প্রবাসী কর্মী ও সৌদির মক্কায় হজ্ব করার উদ্দেশ্যে অনেকেই ভ্রমন করে থাকেন। সবাই বিমান ভাড়া নিয়ে একটু চিন্তিত থাকে। বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত তাদের মনে এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। বাংলাদেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক রুটে বিভিন্ন বিমান চলাচল করে। তবে আমার শুধু বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান টিকেট দাম জানাবো।

প্রতিবছর বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ হজ্জ করার উদ্দেশ্য সৌদি আরব যেয়ে থাকে এছাড়াও প্রতিদিন সৌদি আরব প্রবাসী কর্মী যাতায়াত করতে। একারণে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার বিভিন্ন ফ্লাইট চালু আছে।

বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত ২০২৪

সৌদি আরব যেতে আপনাকে বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট থেকে টিকিট ক্রয় করতে পারেন। ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরবের বিভিন্ন এয়ারপোর্ট এর টিকিট পাওয়া যাবে। যেমনঃ রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনা এয়ারপোর্ট এর টিকিট আপনার সুবিধা মত ক্রয় করতে পারবেন।

সৌদি বিমান টিকেট দাম কত ২০২৪

বর্তমান সময়ে প্রতিটি বিমান টিকেটের দাম বৃদ্ধি পেয়েছে। তাই এই সময় টিকেট আগের তুলনায় একটু বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে। সাধারণ বিমান করে সৌদি যেতে সৰ্বনিম্ন ৫২ হাজার টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হচ্ছে। আপনারা অবগত আছেন যে বিজনেস ক্লাসের বিমান একটু বেশি হয়ে থাকে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

ঢাকা টু দাম্মাম বিমান টিকিট মূল্য

হলো সৌদি আরবের পূর্ব প্রদেশের রাজধানী। এটি পুরো সৌদি আরবের মধ্যে ষষ্ঠ বৃহৎ শহর। বাংলাদেশের বহু সংখ্যক মানুষ বসবাস করেন দাম্মাম শহরে। ঢাকা থেকে দাম্মাম যেতে চান তাহলে বিমান টিকিট বর্তমান মূল্য দেখে নিন।

আরও পড়ুনঃ দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন নিয়ম

  • ইকোনমি সেভার টিকিট মূল্য 53,393 টাকা অন্যটি 56,697 টাকা।
  • ইকোনমি ফ্লেক্সি টিকিট মূল্য 73,215 টাকা।
  • বিজনেস সেভার টিকিট মূল্য 91,935 টাকা।
  • বিজনেস ফ্লেক্সি টিকিট মূল্য 97,441 টাকা।

ঢাকা টু মদিনা বিমান ভাড়া কত ২০২৪

মদিনা শহরটি পশ্চিম সৌদি আরবের আল-মদিনা প্রদেশের রাজধানী। মদিনা মুসলমানদের কাছে পবিত্র নগরী। পবিত্র নগরীতে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পবিত্র রওজা শরীফ অবস্থিত। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমানরা আসে পবিত্র রওজা শরীফ জিয়ারত করতে। বাংলাদেশ থেকে এই মদিনা শহরে যেতে কত টাকা বিমান ভাড়া প্রয়োজন চলুন দেখে নেই।

  • ইকোনমি সেভার টিকিট মূল্য 61 হাজার 719 টাকা
  • ইকোনমি ফ্লেক্সি টিকিট মূল্য 79 হাজার 339 টাকা।
  • বিজনেস সেভার টিকিট মূল্য 1লক্ষ 5 হাজার 767টাকা।
  • বিজনেস ফ্লেক্সি টিকিট মূল্য 1 লক্ষ 11 হাজার 223 টাকা।
বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত ২০২৪

ঢাকা টু রিয়াদ বিমান ভাড়া কত ২০২৪

এটি সৌদি আরবের বৃহত্তম শহর। বহু সংখ্যক মানুষ বসবাস করে এই শহরে এবং এটি সৌদি আরবের রাজধানী। বাংলাদেশ টু রিয়াদ এই রুটে বিভিন্ন বিমান চলাচল করে। ঢাকা থেকে রিয়াদ যেতে বিমানে ইকোনমি ও বিজনেস ক্লাসের বিমান ভাড়া তালিকা।

  • ঢাকা টু রিয়াদ ইকোনমি সেভার বিমান ভাড়া 53 হাজার 393 টাকা।
  • ঢাকা টু রিয়াদ ইকোনমি ফ্লেক্সি বিমান ভাড়া 66 হাজার 608 টাকা।
  • ঢাকা টু রিয়াদ বিজনেস সেভার বিমান ভাড়া 91 হাজার 935 টাকা।
  • ঢাকা টু রিয়াদ বিজনেস ফ্লেক্সি বিমান ভাড়া 97 হাজার 441টাকা।

ঢাকা থেকে জেদ্দা বিমান ভাড়া

এটি সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ জনবহুল শহর। জেদ্দা কে মক্কার প্রধান প্রবেশদ্বার বলা হয়ে থাকে। আপনি যদি বাংলাদেশ থেকে জেদ্দা যেতে চান। তাহলে জেনে নিন জেদ্দা যাওয়ার বিমান ভাড়া। বর্তমান ঢাকা থেকে জেদ্দা ভাড়া সর্বনিম্ন 58 হাজার 899 টাকা এবং বিজনেস ক্লাসের ভাড়া লক্ষ টাকার উপরে।

বাংলাদেশ টু সৌদি আরব বিমান ভাড়া কত?

বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান টিকেটের দাম উপরে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আপনার সুবিধা ও পছন্দ মত টিকেট কেটে সৌদি আরব ভ্রমণ করতে পারবেন। উল্লেখ্য যে বিমান ভাড়া সময় এর সাথে কমবেশি হতে পারে। তবে আপনি চাইলে নিজেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়েবসাইট থেকে বর্তমান বিমান ভাড়া চেক করতে পারবেন। এই ( https://biman-airlines.com/ ) ওয়েবসাইটে প্রবেশ করে আপনি বাংলাদেশ থেকে কোথায় যেতে চান এবং কবে যাবেন তা নির্বাচন করতে ফ্লাইট সিডিউল সহ কত টাকা ভাড়া তা দেখতে পাবেন।

Share Post

Leave a Comment